পান্থ তুমি, পান্থজনের সখা হে, পথে চলাই সেই তো তোমায় পাওয়া। যাত্রাপথের আনন্দগান যে গাহে তারি কণ্ঠে তোমারি গান গাওয়া॥ চায় না সে জন পিছন-পানে ফিরে, বায় না তরী কেবল তীরে তীরে, তুফান তারে ডাকে অকূল নীরে যার পরানে লাগল তোমার হাওয়া॥ পান্থ তুমি, পান্থজনের সখা হে, পথিকচিত্তে তোমার তরী বাওয়া। দুয়ার খুলে সমুখ-পানে যে চাহে তার চাওয়া যে তোমার পানে চাওয়া। বিপদ বাধা কিছুই ডরে না সে, রয় না পড়ে কোনো লাভের আশে, যাবার লাগি মন তারি উদাসে– যাওয়া সে যে তোমার পানে যাওয়া॥
পূর্ববর্তী:
« পাদপ্রান্তে রাখ সেবকে
« পাদপ্রান্তে রাখ সেবকে
পরবর্তী:
পান্থ, এখনো কেন অলসিত অঙ্গ »
পান্থ, এখনো কেন অলসিত অঙ্গ »
Leave a Reply