আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন্ খ্যাপা সে ! ওরে, আকাশ জুড়ে মোহন সুরে কী যে বাজে কোন্ বাতাসে॥ গেল রে, গেল বেলা, পাগলের কেমন খেলা– ডেকে সে আকুল করে, দেয় না ধরা। তারে কানন গিরি খুঁজে ফিরি, কেঁদে মরি কোন্ হুতাশে॥
পূর্ববর্তী:
« আমারে ডাক দিল কে ভিতর পানে
« আমারে ডাক দিল কে ভিতর পানে
পরবর্তী:
আমারে করো তোমার বীণা »
আমারে করো তোমার বীণা »
Leave a Reply