রহি রহি আনন্দতরঙ্গ জাগে– রহি রহি, প্রভু, তব পরশমাধুরী হৃদয়মাঝে আসি লাগে। রহি রহি শুনি তব চরণপাত হে মম পথের আগে আগে। রহি রহি মম মনোগগন ভাতিল তব প্রসাদরবিরাগে॥
পূর্ববর্তী:
« রজনীর শেষ তারা, গোপনে আঁধারে আধো-ঘুমে
« রজনীর শেষ তারা, গোপনে আঁধারে আধো-ঘুমে
পরবর্তী:
রাখো রাখো রে জীবনে জীবনবল্লভে »
রাখো রাখো রে জীবনে জীবনবল্লভে »
Leave a Reply