মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ, শোভন সভা নিরখি মন প্রাণ ভুলে॥ নীরব নিশি সুন্দর, বিমল নীলাম্বর, শুচিরুচির চন্দ্রকলা চরণমূলে॥
পূর্ববর্তী:
« মধুর মিলন। হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন
« মধুর মিলন। হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন
পরবর্তী:
মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ »
মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ »
Leave a Reply