একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে, আনন্দবসন্তসমাগমে॥ বিকশিত প্রীতিকুসুম হে পুলকিত চিতকাননে॥ জীবনলতা অবনতা তব চরণে। হরষগীত উচ্ছসিত হে কিরণমগন গগনে॥
পূর্ববর্তী:
« একি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে
« একি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে
পরবর্তী:
একি সুগন্ধহিল্লোল বহিল »
একি সুগন্ধহিল্লোল বহিল »
Leave a Reply