তোমারি মধুর রূপে ভরেছ ভুবন– মুগ্ধ নয়ন মম, পুলকিত মোহিত মন॥ তরুণ অরুণ নবীনভাতি, পূর্ণিমাপ্রসন্ন রাতি, রূপরাশি-বিকশিত-তনু কুসুমবন॥ তোমা-পানে চাহি সকলে সুন্দর, রূপ হেরি আকুল অন্তর। তোমারে ঘেরিয়া ফিরে নিরন্তর তোমার প্রেম চাহি। উঠে সঙ্গীত তোমার পানে, গগন পূর্ণ প্রেমগানে, তোমার চরণ করেছে বরণ নিখিলজন॥
পূর্ববর্তী:
« তোমারি নামে নয়ন মেলিনু পুণ্যপ্রভাতে আজি
« তোমারি নামে নয়ন মেলিনু পুণ্যপ্রভাতে আজি
পরবর্তী:
তোমারি রাগিণী জীবনকুঞ্জে »
তোমারি রাগিণী জীবনকুঞ্জে »
Leave a Reply