কেমনে রাখিবি তোরা তাঁরে লুকায়ে চন্দ্রমা তপন তারা আপন আলোকছায়ে॥ হে বিপুল সংসার, সুখে দুখে আঁধার, কত কাল রাখিবি ঢাকি তাঁহারে কুহেলিকায়। আত্মা-বিহারী তিনি, হৃদয়ে উদয় তাঁর– নব নব মহিমা জাগে, নব নব কিরণ ভায়॥
পূর্ববর্তী:
« কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে
« কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে
পরবর্তী:
কেমনে শুধিব বলো তোমার এ ঋণ »
কেমনে শুধিব বলো তোমার এ ঋণ »
Leave a Reply