মম অঙ্গনে স্বামী আনন্দে হাসে, সুগন্ধ ভাসে আনন্দ-রাতে॥ খুলে দাও দুয়ার সব, সবারে ডাকো ডাকো, নাহি রেখো কোথাও কোনো বাধা– অহো, আজি সঙ্গীতে মন প্রাণ মাতে॥
পূর্ববর্তী:
« মম রুদ্ধমুকুলদলে এসো সৌরভ-অমৃতে
« মম রুদ্ধমুকুলদলে এসো সৌরভ-অমৃতে
পরবর্তী:
মম অন্তর উদাসে »
মম অন্তর উদাসে »
Leave a Reply