ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন নব নব তব প্রকাশ নিত্য নিত্য চিত্তগগনে হৃদীশ্বর ॥ কভু মোহবিনাশ মহারুদ্রজ্বালা, কভু বিরাজ ভয়হর শান্তিসুধাকর ॥ চঞ্চল হর্ষশোকসঙ্কুল কল্লোল 'পরে স্থির বিরাজে চিরদিন মঙ্গল তব রূপ। প্রেমমূর্তি নিরুপম প্রকাশ করো নাথ হে, ধ্যাননয়নে পরিপূর্ণ রূপ তব সুন্দর ॥
পূর্ববর্তী:
« ভক্ত করিছে প্রভুর চরণে জীবনসমর্পণ
« ভক্ত করিছে প্রভুর চরণে জীবনসমর্পণ
পরবর্তী:
ভরা থাক্ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি »
ভরা থাক্ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি »
Leave a Reply