আজি শুভ শুভ্র প্রাতে কিবা শোভা দেখালে শান্তিলোক জ্যোতির্লোক প্রকাশি। নিখিল নীল অম্বর বিদারিয়া দিক্দিগন্তে আবরিয়া রবি শশী তারা পুণ্যমহিমা উঠে বিভাসি ॥
পূর্ববর্তী:
« আজি যত তারা তব আকাশে
« আজি যত তারা তব আকাশে
পরবর্তী:
আজি হেরি সংসার অমৃতময় »
আজি হেরি সংসার অমৃতময় »
Leave a Reply