মন্দিরে মম কে আসিলে হে! সকল গগন অমৃতগমন, দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে ॥ সকল দুয়ার আপনি খুলিল, সকল প্রদীপ আপনি জ্বলিল, সব বীণা বাজিল নব নব সুরে সুরে ॥
পূর্ববর্তী:
« মনোমোহন, গহন যামিনীশেষে
« মনোমোহন, গহন যামিনীশেষে
পরবর্তী:
মম দুঃখের সাধন যবে করিনু নিবেদন »
মম দুঃখের সাধন যবে করিনু নিবেদন »
Leave a Reply