দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে। যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে ॥ যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে॥ যে পথ সকল দেশ পারায়ে উদাস হয়ে যায় হারায়ে সে পথ বেয়ে কাঙাল পরান যেতে চায় কোন্ অচিনপুরে ॥
পূর্ববর্তী:
« দূরদেশী সেই রাখাল ছেলে
« দূরদেশী সেই রাখাল ছেলে
পরবর্তী:
দূরের বন্ধু সুরের দূতীরে পাঠালো »
দূরের বন্ধু সুরের দূতীরে পাঠালো »
Leave a Reply