নিকটে দেখিব তোমারে করেছি বাসনা মনে। চাহিব না হে, চাহিব না হে দূরদূরান্তর গগনে ॥ দেখিব তোমারে গৃহমাঝারে জননীস্নেহে, ভ্রাতৃপ্রেমে, শত সহস্র মঙ্গলবন্ধনে ॥ হেরিব উৎসবমাঝে, মঙ্গলকাজে, প্রতিদিন হেরিব জীবনে। হেরিব উজ্জ্বল বিমল মূর্তি তব শোকে দুঃখে মরণে। হেরিব সজনে নরনারীমুখে, হেরিব বিজনে বিরলে হে গভীর অন্তর-আসনে ॥
পূর্ববর্তী:
« নাহয় তোমার যা হয়েছে তাই হল
« নাহয় তোমার যা হয়েছে তাই হল
পরবর্তী:
নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে »
নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে »
Leave a Reply