তোমা লাগি, নাথ, জাগি জাগি হে-- সুখ নাহি জীবনে তোমা বিনা ॥ সকলে চলে যায় ফেলে চিরশরণ হে-- তুমি কাছে থাকো সুখে দুখে নাথ, পাপ তাপে আর কেহ নাহি ॥
পূর্ববর্তী:
« তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও
« তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও
পরবর্তী:
তোমা-হীন কাটে দিবস হে প্রভু »
তোমা-হীন কাটে দিবস হে প্রভু »
Leave a Reply