হে সখা, মম হৃদয়ে রহো। সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো ॥ নাথ, তুমি এসো ধীরে সুখ-দুখ-হাসি-নয়ননীরে, লহো আমার জীবন ঘিরে-- সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো ॥
পূর্ববর্তী:
« হে সখা বারতা পেয়েছি মনে মনে
« হে সখা বারতা পেয়েছি মনে মনে
পরবর্তী:
হে সন্ন্যাসী »
হে সন্ন্যাসী »
Leave a Reply