তব অমল পরশরস, তব শীতল শান্ত পুণ্যকর অন্তরে দাও। তব উজ্জ্বল জ্যোতি বিকাশি হৃদয়মাঝে মম চাও ॥ তব মধুময় প্রেমরসসুন্দরসুগন্ধে জীবন ছাও। জ্ঞান ধ্যান তব, ভক্তি-অমৃত তব, শ্রী আনন্দ জাগাও ॥
পূর্ববর্তী:
« তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে
« তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে
পরবর্তী:
তবু মনে রেখো যদি দূরে যাই চলে »
তবু মনে রেখো যদি দূরে যাই চলে »
Leave a Reply