নয়ান ভাসিল জলে-- শূন্য হিয়াতলে ঘনাইল নিবিড় সজল ঘন প্রসাদপবনে, জাগিল রজনী হরষে হরষে রে ॥ তাপহরণ তৃষিতশরণ জয় তাঁর দয়া গাও রে। জাগো রে আনন্দে চিতচাতক জাগো-- মৃদু মৃদু মধু মধু প্রেম বরষে বরষে রে ॥
পূর্ববর্তী:
« নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে
« নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে
পরবর্তী:
পথ এখনো শেষ হল না, মিলিয়ে এল দিনের ভাতি »
পথ এখনো শেষ হল না, মিলিয়ে এল দিনের ভাতি »
Leave a Reply