কেন বাণী তব নাহি শুনি নাথ হে? অন্ধজনে নয়ন দিয়ে অন্ধকারে ফেলিলে, বিরহে তব কাটে দিনরাত হে ॥ স্বপনসম মিলাবে যদি কেন গো দিলে চেতনা-- চকিতে শুধু দেখা দিয়ে চিরমরমবেদনা, আপনা-পানে চাহি শুধু নয়নজলপাত হে ॥ পরশে তব জীবন নব সহসা যদি জাগিল কেন জীবন বিফল কর-- মরণশরঘাত হে। অহঙ্কার চূর্ণ করো, প্রেমে মন পূর্ণ করো, হৃদয় মন হরণ করি রাখো তব সাথ হে ॥
পূর্ববর্তী:
« কেন বাজাও কাঁকন কনকন কত ছলভরে
« কেন বাজাও কাঁকন কনকন কত ছলভরে
পরবর্তী:
কেন যে মন ভোলে আমার »
কেন যে মন ভোলে আমার »
Leave a Reply