হৃদয়মন্দিরে, প্রাণাধীশ, আছ গোপনে। অমৃতসৌরভে আকুল প্রাণ, হায়, ভ্রমিয়া জগতে না পায় সন্ধান-- কে পারে পশিতে আনন্দভবনে তোমার করুণাকিরণ-বিহনে ॥
পূর্ববর্তী:
« হৃদয়বেদনা বহিয়া, প্রভু, এসেছি তব দ্বারে
« হৃদয়বেদনা বহিয়া, প্রভু, এসেছি তব দ্বারে
পরবর্তী:
হৃদয়শশী হৃদিগগনে উদিল মঙ্গললগনে »
হৃদয়শশী হৃদিগগনে উদিল মঙ্গললগনে »
Leave a Reply