সকলকলুষতামসহর, জয় হোক তব জয়-- অমৃতবারি সিঞ্চন কর' নিখিলভুবনময়-- মহাশান্তি, মহাক্ষেম, মহাপুণ্য, মহাপ্রেম ॥ জ্ঞানসূর্য-উদয়-ভাতি ধ্বংস করুক তিমিররাতি-- দুঃসহ দুঃস্বপ্ন ঘাতি অপগত কর' ভয় ॥ মোহমলিন অতি-দুর্দিন-শঙ্কিত-চিত পান্থ জটিল-গহন-পথসঙ্কট-সংশয়-উদ্ভ্রান্ত। করুণাময়, মাগি শরণ-- দুর্গতিভয় করহ হরণ, দাও দুঃখবন্ধতরণ মুক্তির পরিচয় ॥
পূর্ববর্তী:
« সকলই ফুরাইল যামিনী পোহাইল
« সকলই ফুরাইল যামিনী পোহাইল
পরবর্তী:
সকাল-বেলার কুঁড়ি আমার বিকালে যায় টুটে »
সকাল-বেলার কুঁড়ি আমার বিকালে যায় টুটে »
Leave a Reply