যে থাকে থাক-না দ্বারে, যে-যাবি যা-না পারে ॥ যদি ওই ভোরের পাখি তোরি নাম যায় রে ডাকি একা তুই চলে যা রে ॥ কুঁড়ি চায় আঁধার রাতে শিশিরের রসে মাতে। ফোটা ফুল চায় না নিশা প্রাণে তার আলোর তৃষা, কাঁদে সে অন্ধকারে ॥
পূর্ববর্তী:
« যে তোরে পাগল বলে
« যে তোরে পাগল বলে
পরবর্তী:
যে দিন সকল মুকুল গেল ঝরে »
যে দিন সকল মুকুল গেল ঝরে »
Leave a Reply