বুঝেছি কি বুঝি নাই বা সে তর্কে কাজ নাই, ভালো আমার লেগেছে যে রইল সেই কথাই ॥ ভোরের আলোয় নয়ন ভ'রে নিত্যকে পাই নূতন করে, কাহার মুখে চাই ॥ প্রতিদিনের কাজের পথে করতে আনাগোনা কানে আমার লেগেছে গান, করেছে আন্মনা। হৃদয়ে মোর কখন জানি পড়ল পায়ের চিহ্নখানি চেয়ে দেখি তাই।
পূর্ববর্তী:
« বুঝি এল বুঝি এল ওরে প্রাণ
« বুঝি এল বুঝি এল ওরে প্রাণ
পরবর্তী:
বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয় »
বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয় »
Leave a Reply