সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মলপ্রাণে ॥ জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে সন্ধ্যায় গৃহে চলো হে আনন্দগানে ॥ সঙ্কটে সম্পদে থাকো কল্যাণে, থাকো আনন্দে নিন্দা-অপমানে। সবারে ক্ষমা করি থাকো আনন্দে, চির-অমৃতনির্ঝরে শান্তিরসপানে ॥
পূর্ববর্তী:
« সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে
« সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে
পরবর্তী:
সন্ধ্যা হল গো– ও মা »
সন্ধ্যা হল গো– ও মা »
Leave a Reply