হরষে জাগো আজি, জাগো রে তাঁহার সাথে, প্রীতিযোগে তাঁর সাথে একাকী ॥ গগনে গগনে হেরো দিব্য নয়নে কোন্ মহাপুরুষ জাগে মহাযোগাসনে-- নিখিল কালে জড়ে জীবে জগতে দেহে প্রাণে হৃদয়ে ॥
পূর্ববর্তী:
« হবে জয়, হবে জয়,হবে জয় রে
« হবে জয়, হবে জয়,হবে জয় রে
পরবর্তী:
হল না লো হল না সই »
হল না লো হল না সই »
Leave a Reply