দুঃখরাতে, হে নাথ, কে ডাকিলে-- জাগি হেরিনু তব প্রেমমুখছবি ॥ হেরিনু উষালোকে বিশ্ব তব কোলে, জাগে তব নয়নে প্রাতে শুভ্র রবি ॥ শুনিনু বনে উপবনে আনন্দগাথা, আশা হৃদয়ে বহি নিত্য গাহে কবি ॥
পূর্ববর্তী:
« দুঃখ যে তোর নয় রে চিরন্তন
« দুঃখ যে তোর নয় রে চিরন্তন
পরবর্তী:
দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল-আলোক »
দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল-আলোক »
Leave a Reply