স্বপন যদি ভাঙিলে রজনীপ্রভাতে পূর্ণ করো হিয়া মঙ্গলকিরণে ॥ রাখো মোরে তব কাজে, নবীন করো এ জীবন হে ॥ খুলি মোর গৃহদ্বার ডাকো তোমারি ভবনে হে ॥
পূর্ববর্তী:
« সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার
« সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার
পরবর্তী:
স্বপন-পারের ডাক শুনেছি »
স্বপন-পারের ডাক শুনেছি »
Leave a Reply