আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে, কে জাগে? ঘন সৌরভমন্থর পবনে জাগে, কে জাগে?। কত নীরব বিহঙ্গকুলায়ে মোহন অঙ্গুলি বুলায়ে-- জাগে, কে জাগে? কত অস্ফুট পুষ্পের গোপনে জাগে, কে জাগে? এই অপার অম্বরপাথারে স্তম্ভিত গম্ভীর আঁধারে-- জাগে, কে জাগে? মম গভীর অন্তরবেদনে জাগে, কে জাগে?।
পূর্ববর্তী:
« আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে
« আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে
পরবর্তী:
আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো »
আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো »
Leave a Reply