অন্তরে জাগিছ অন্তরযামী। তবু সদা দূরে ভ্রমিতেছি আমি ॥ সংসার সুখ করেছি বরণ, তবু তুমি মম জীবনস্বামী ॥ না জানিয়া পথ ভ্রমিতেছি পথে আপন গরবে অসীম জগতে। তবু স্নেহনেত্র জাগে ধ্রুবতারা, তব শুভ আশিস আসিছে নামি ॥
পূর্ববর্তী:
« অন্তর মম বিকশিত করো অন্তরতর হে
« অন্তর মম বিকশিত করো অন্তরতর হে
পরবর্তী:
অন্ধকারের উৎস-হতে উৎসারিত আলো »
অন্ধকারের উৎস-হতে উৎসারিত আলো »
Leave a Reply