ওই আলো যে যায় রে দেখা-- হৃদয়ের পুব-গগনে সোনার রেখা ॥ এবারে ঘুচল কি ভয়, এবারে হবে কি জয়? আকাশে হল কি ক্ষয় কালীর লেখা?। কারে ওই যায় গো দেখা, হৃদয়ের সাগরতীরে দাঁড়ায় একা। ওরে তুই সকল ভুলে চেয়ে থাক্ নয়ন তুলে-- নীরবে চরণমূলে মাথা ঠেকা ॥
পূর্ববর্তী:
« ওই অমল হাতে রজনী প্রাতে আপনি জ্বালো
« ওই অমল হাতে রজনী প্রাতে আপনি জ্বালো
পরবর্তী:
ওই আসনতলের মাটির ‘পরে লুটিয়ে রব »
ওই আসনতলের মাটির ‘পরে লুটিয়ে রব »
Leave a Reply