আরো আরো প্রভু, আরো আরো। এমনি করে আমায় মারো। লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই? যা কিছু আছে সব কাড়ো কাড়ো। এবার যা করবার তা সারো সারো। আমি হারি কিম্বা তুমিই হারো! হাটে ঘাটে বাটে করি মেলা, কেবল হেসে খেলে গেছে বেলা, দেখি কেমনে কাঁদাতে পারো।
পূর্ববর্তী:
« আরো আঘাত সইবে আমার
« আরো আঘাত সইবে আমার
পরবর্তী:
আরো একটু বসো তুমি আরো একটু বলো »
আরো একটু বসো তুমি আরো একটু বলো »
Leave a Reply