আমায় দাও গো ব'লে সে কি তুমি আমায় দাও দোলা অশান্তিদোলে। দেখতে না পাই পিছে থেকে আঘাত দিয়ে হৃদয়ে কে ঢেউ যে তোলে ॥ মুখ দেখি নে তাই লাগে ভয়-- জানি না যে, এ কিছু নয়। মুছব আঁখি, উঠব হেসে-- দোলা যে দেয় যখন এসে ধরবে কোলে ॥
পূর্ববর্তী:
« আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয়
« আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয়
পরবর্তী:
আমায় বোলো না গাহিতে »
আমায় বোলো না গাহিতে »
Leave a Reply