দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল-আলোক তবে তাই হোক। মৃত্যু যদি কাছে আনে তোমার অমৃতময় লোক তবে তাই হোক ॥ পূজার প্রদীপে তব জ্বলে যদি মম দীপ্ত শোক তবে তাই হোক। অশ্রু-আঁখি- 'পরে যদি ফুটে ওঠে তব স্নেহচোখ তবে তাই হোক ॥
পূর্ববর্তী:
« দুঃখরাতে, হে নাথ, কে ডাকিলে
« দুঃখরাতে, হে নাথ, কে ডাকিলে
পরবর্তী:
দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল »
দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল »
Leave a Reply