বিশ্বজোড়া ফাঁদ পেতেছ, কেমনে দিই ফাঁকি-- আধেক ধরা পড়েছি গো, আধেক আছে বাকি। কেন জানি আপনা ভুলে বারেক হৃদয় যায় যে খুলে, বারেক তারে ঢাকি-- আধেক ধরা পড়েছি যে, আধেক আছে বাকি। বাহির আমার শুক্তি যেন কঠিন আবরণ-- অন্তরে মোর তোমার লাগি একটি কান্না-ধন। হৃদয় বলে তোমার দিকে রইবে চেয়ে অনিমিখে, চায় না কেন আঁখি-- আধেক ধরা পড়েছি যে, আধেক আছে বাকি।
পূর্ববর্তী:
« বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার
« বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার
পরবর্তী:
বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে »
বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে »
Leave a Reply