এখনো গেল না আঁধার, এখনো রহিল বাধা। এখনো মরণ-ব্রত জীবনে হল না সাধা। কবে যে দুঃখজ্বালা হবে রে বিজয়মালা, ঝলিবে অরুণরাগে নিশীথরাতের কাঁদা॥ এখনো নিজেরি ছায়া রচিছে কত যে মায়া। এখনো কেন যে মিছে চাহিছে কেবলি পিছে, চকিতে বিজলি আলো চোখেতে লাগাল ধাঁদা॥
পূর্ববর্তী:
« এখনো কেন সময় নাহি হল
« এখনো কেন সময় নাহি হল
Leave a Reply