কোন্ শুভখনে উদিবে নয়নে অপরূপ রূপ-ইন্দু চিত্তকুসুমে ভরিয়া উঠিবে মধুময় রসবিন্দু ॥ নব- নন্দনতানে চিরবন্দনগানে উৎসববীণা মন্দমধুর ঝঙ্কৃত হবে প্রাণে-- নিখিলের পানে উথলি উঠিবে উতলা চেতনাসিন্ধু। জাগিয়া রহিবে রাত্রি নিবিড়মিলনদাত্রী, মুখরিয়া দিক চলিবে পথিক অমৃতসভার যাত্রী-- গগনে ধ্বনিবে "নাথ নাথ বন্ধু বন্ধু বন্ধু' ॥
পূর্ববর্তী:
« কোন্ বাঁধনের গ্রন্থি বাঁধিল দুই অজানারে
« কোন্ বাঁধনের গ্রন্থি বাঁধিল দুই অজানারে
পরবর্তী:
কোন্ সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল »
কোন্ সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল »
Leave a Reply