সকাল-সাঁজে ধায় যে ওরা নানা কাজে ॥ আমি কেবল বসে আছি, আপন মনে কাঁটা বাছি পথের মাঝে সকাল-সাঁজে ॥ এ পথ বেয়ে সে আসে, তাই আছি চেয়ে। কতই কাঁটা বাজে পায়ে, কতই ধুলা লাগে গায়ে-- মরি লাজে সকাল-সাঁজে ॥
পূর্ববর্তী:
« সকাল-বেলার কুঁড়ি আমার বিকালে যায় টুটে
« সকাল-বেলার কুঁড়ি আমার বিকালে যায় টুটে
পরবর্তী:
সকালবেলায় আলোয় বাজে বিদায়ব্যথার ভৈরবী »
সকালবেলায় আলোয় বাজে বিদায়ব্যথার ভৈরবী »
Leave a Reply