নিশা-অবসানে কে দিল গোপনে আনি তোমার বিরহ-বেদনা-মানিকখানি ॥ সে ব্যথার দান রাখিব পরানমাঝে-- হারায় না যেন জটিল দিনের কাজে, বুকে যেন দোলে সকল ভাবনা হানি ॥ চিরদুখ মম চিরসম্পদ হবে, চরম পূজায় হবে সার্থক কবে। স্বপনগহন নিবিড়তিমিরতলে বিহ্বল রাতে সে যেন গোপনে জ্বলে, সেই তো নীরব তব আহ্বানবাণী ॥
পূর্ববর্তী:
« নির্মল কান্ত নমো হে নমো
« নির্মল কান্ত নমো হে নমো
পরবর্তী:
নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে »
নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে »
Leave a Reply