পথে যেতে ডেকেছিলে মোরে। পিছিয়ে পড়েছি আমি, যাব যে কী করে?। এসেছে নিবিড় নিশি, পথরেখা গেছে মিশি-- সাড়া দাও, সাড়া দাও আঁধারের ঘোরে ॥ ভয় হয়, পাছে ঘুরে ঘুরে যত আমি যাই তত যাই চলে দূরে-- মনে করি আছ কাছে, তবু ভয় হয়, পাছে আমি আছি তুমি নাই কালি নিশিভোরে ॥
পূর্ববর্তী:
« পথে চলে যেতে যেতে কোথা কোন্খানে
« পথে চলে যেতে যেতে কোথা কোন্খানে
পরবর্তী:
পথে যেতে তোমার সাথে মিলন হল দিনের শেষে »
পথে যেতে তোমার সাথে মিলন হল দিনের শেষে »
Leave a Reply