হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ, লইনু শরণ ॥ আঁধার প্রদীপে জ্বালাও শিখা, পরাও পরাও জ্যোতির টিকা-- করো হে আমার লজ্জাহরণ ॥ পরশরতন তোমারি চরণ-- লইনু শরণ, লইনু শরণ। যা-কিছু মলিন, যা-কিছু কালো, যা-কিছু বিরূপ হোক তা ভালো-- ঘুচাও ঘুচাও সব আবরণ ॥
পূর্ববর্তী:
« হে বিরহী হায় চঞ্চল হিয়া তব
« হে বিরহী হায় চঞ্চল হিয়া তব
পরবর্তী:
হে মহাদুঃখ, হে রুদ্র, হে ভয়ঙ্কর »
হে মহাদুঃখ, হে রুদ্র, হে ভয়ঙ্কর »
Leave a Reply