লুকিয়ে আস আঁধার রাতে তুমিই আমার বন্ধু, লও যে টেনে কঠিন হাতে তুমি আমার আনন্দ। দুঃখরথের তুমিই রথী তুমিই আমার বন্ধু, তুমি সংকট তুমিই ক্ষতি তুমি আমার আনন্দ। শত্রু আমারে কর গো জয় তুমিই আমার বন্ধু, রুদ্র তুমি হে ভয়ের ভয় তুমি আমার আনন্দ। বজ্র এসো হে বক্ষ চিরে তুমিই আমার বন্ধু, মৃত্যু লও হে বাঁধন ছিঁড়ে তুমি আমার আনন্দ।
পূর্ববর্তী:
« লুকালে ব’লেই খুঁজে বাহির করা
« লুকালে ব’লেই খুঁজে বাহির করা
পরবর্তী:
শক্তিরূপে হেরো, তাঁর »
শক্তিরূপে হেরো, তাঁর »
Leave a Reply