আমারে তুমি কিসের ছলে পাঠাবে দূরে, আবার আমি চরণতলে আসিব ঘুরে ॥ সোহাগ করে করিছ হেলা টানিব ব'লে দিতেছ ঠেলা-- হে রাজা, তব কেমন খেলা রাজ্য জুড়ে ॥
পূর্ববর্তী:
« আমারে তুমি অশেষ করেছ
« আমারে তুমি অশেষ করেছ
পরবর্তী:
আমারে দিই তোমার হাতে »
আমারে দিই তোমার হাতে »
Leave a Reply