যা হবার তা হবে। যে আমারে কাঁদায় সে কি অমনি ছেড়ে রবে?। পথ হতে যে ভুলিয়ে আনে পথ যে কোথায় সেই তা জানে, ঘর যে ছাড়ায় হাত সে বাড়ায়-- সেই তো ঘরে লবে ॥
পূর্ববর্তী:
« যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে
« যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে
পরবর্তী:
যাই যাই ছেড়ে দাও »
যাই যাই ছেড়ে দাও »
Leave a Reply