ও অকূলের কূল, ও অগতির গতি, ও অনাথের নাথ, ও পতিতের পতি। ও নয়নের আলো, ও রসনার মধু, ও রতনের হার, ও পরানের বঁধু। ও অপরূপ রূপ, ও মনোহর কথা, ও চরমের সুখ, ও মরমের ব্যথা। ও ভিখারির ধন, ও অবোলার বোল-- ও জনমের দোলা, ও মরণের কোল ॥
পূর্ববর্তী:
« ও দেখা দিয়ে যে চলে গেল
« ও দেখা দিয়ে যে চলে গেল
পরবর্তী:
ও আমার চাঁদের আলো »
ও আমার চাঁদের আলো »
Leave a Reply