তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার। তুমি সুখ, তুমি শান্তি, তুমি হে অমৃতপাথার ॥ তুমিই তো আনন্দলোক, জুড়াও প্রাণ, নাশো শোক, তাপহরণ তোমার চরণ অসীমশরণ দীনজনার ॥
পূর্ববর্তী:
« তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে
« তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে
পরবর্তী:
তুমি মোর পাও নাই পরিচয় »
তুমি মোর পাও নাই পরিচয় »
Leave a Reply