আমার না-বলা বাণীর ঘন যামিনীর মাঝে তোমার ভাবনা তারার মতন বাজে ॥ নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে না-দেখা ফুলের গোপন গন্ধ ফিরে, আমার লুকায় বেদনা অঝরা অশ্রুনীরে-- অশ্রুত বাঁশি হৃদয়গহনে বাজে ॥ ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান। পরানের সাজি সাজাই খেলার ফুলে, জানি না কখন নিজে বেছে লও তুলে-- তুমি অলখ আলোকে নীরবে দুয়ার খুলে প্রাণের পরশ দিয়ে যাও মোর কাজে ॥
পূর্ববর্তী:
« আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
« আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
পরবর্তী:
আমার নিশীথরাতের বাদলধারা »
আমার নিশীথরাতের বাদলধারা »
Leave a Reply