আমার যে গান তোমার পরশ পাবে থাকে কোথায় গহন মনের ভাবে?। সুরে সুরে খুঁজি তারে অন্ধকারে, আমার যে আঁখিজল তোমার পায়ে নাবে থাকে কোথায় গহন মনের ভাবে?। যখন শুষ্ক প্রহর বৃথা কাটাই চাহি গানের লিপি তোমায় পাঠাই। কোথায় দুঃখসুখের তলায় সুর যে পলায়, আমার যে শেষ বাণী তোমার দ্বারে যাবে থাকে কোথায় গহন মনের ভাব?।
পূর্ববর্তী:
« আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে
« আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে
পরবর্তী:
আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি »
আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি »
Leave a Reply