- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জন্মগ্রহন এবং মৃত্যুবরন কত সালে?
- বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি নামে খ্যাত?
- শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি?
- সাহিত্য কর্মের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কবে তাকে ডি-লিট ডিগী্র দেওয়া হয়।
- শরৎচন্দ্রের আত্নচরিতমূলক গ্রন্থের নাম কি এবং এটি কত পর্বে কত মাসে প্রকাশিত হয়?
———————
- উঃ জন্ম- ১৮৭৬ সালে এবং মৃত্যু ১৯৩৮ সালে।
- উঃ অপরাজেয় কথা শিল্পী।
- উঃ মন্দির ।
- উঃ ১৯৩৬ সালে।
- উঃ শ্রীকান্ত চার পর্বে ১৯১৭, ১৯১৮, ১৯২৭ ও ১৯৩৩।
শওকত হোসেন
আমার মতে, এখনো পর্যন্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ই বাঙলা সাহিত্যের একমাত্র না হলেও অন্যতম প্রধান গনতান্ত্রিক লেখক।।।।।।