এবার তো যৌবনের কাছে মেনেছ, হার মেনেছ? 'মেনেছি'। আপন-মাঝে নূতনকে আজ জেনেছ? 'জেনেছি'॥ আবরণকে বরণ করে ছিলে কাহার জীর্ণ ঘরে। আপনাকে আজ বাহির করে এনেছ? 'এনেছি'॥ এবার আপন প্রাণের কাছে মেনেছ, হার মেনেছ? 'মেনেছি'। মরণ মাঝে অমৃতকে জেনেছ? 'জেনেছি'। লুকিয়ে তোমার অমরপুরী ধুলা-অসুর করে চুরি, তাহারে আজ মরণ-আঘাত হেনেছ? 'হেনেছি'॥
পূর্ববর্তী:
« এবার চলিনু তবে
« এবার চলিনু তবে
পরবর্তী:
এবার তোর মরা গাঙে বান এসেছে »
এবার তোর মরা গাঙে বান এসেছে »
Leave a Reply