তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে গোপনে গো-- ফুলের গন্ধে বাঁশির গানে, মর্মরমুখরিত পবনে॥ তুমি কিছু নিয়ে যাও বেদনা হতে বেদনে-- যে মোর অশ্রু হাসিতে লীন, যে বাণী নীরব নয়নে॥
পূর্ববর্তী:
« তুমি কি কেবলই ছবি
« তুমি কি কেবলই ছবি
পরবর্তী:
তুমি কেমন করে গান করো হে গুণী »
তুমি কেমন করে গান করো হে গুণী »
Leave a Reply