আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি॥ তখনো কুহেলীজালে, সখা, তরুণী উষার ভালে শিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি॥ এখনো বনের গান, বন্ধু হয় নি তো অবসান-- তবু এখনি যাবে কি চলি। ও মোর করুণ বল্লিকা, ও তোর শ্রান্ত মল্লিকা ঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি॥
পূর্ববর্তী:
« আমার মন তুমি, নাথ, লবে হ’রে
« আমার মন তুমি, নাথ, লবে হ’রে
পরবর্তী:
আমার যে দিন ভেসে গেছে চোখের জলে »
আমার যে দিন ভেসে গেছে চোখের জলে »
Leave a Reply